[caption id="attachment_8499" align="aligncenter" width="600"]
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি[/caption]
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শুরু হবে আজ রোববার।
এই মামলার ৫৪তম ও শেষ সাক্ষী মূল তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরকে জেরা শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বুধবার এ দিন ধার্য করেন।
ওইদিন তদন্ত কর্মকর্তাকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী আমির হোসেন। আর গ্রেপ্তার হয়ে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।
আলোচিত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের বাবাসহ স্বজনহারা পরিবারের অনেকে। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাক্ষ্য দেন। তারা আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। অন্যদিকে, শেখ হাসিনার আইনজীবী মনে করেন, আসামিরা খালাস পাবেন।
এ মামলার ২৫ কার্যদিবসে মোট সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন সাক্ষী। সবমিলিয়ে মোট ২৮ কার্যদিবসে এ মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরার কার্যক্রম শেষ হয়। বিচারের শেষ ধাপ এবার যুক্তিতর্কের পালা। তারপরেই রায় ঘোষণা করা হবে।