

মাদারীপুরের শিবচরে তালাবদ্ধ একটি ঘর থেকে রেনু বেগম (৬০) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত রেনু বেগম ওই এলাকার মৃত সাদেক হাওলাদারের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চর কাঁচিকাটা গ্রামের রেনু বেগম প্রায় এক বছর একাই বাড়িতে থাকতেন। তাঁর এক ছেলে ঢাকায় চাকরি করেন। অন্য দুই মেয়ে বিবাহিত। আজ সোমবার সকালে এক মেয়ে তাঁর মাকে একাধিকবার ফোন করলেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের জানান। প্রতিবেশীরা গিয়ে দেখেন, বাড়ির দরজা বাইরে থেকে তালাবদ্ধ। জানালা দিয়ে তাঁরা রেনু বেগমকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে।