[caption id="attachment_8648" align="aligncenter" width="600"]
ইনজেকশন। ফাইল ছবি[/caption]
ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের তৈরি স্বল্পমেয়াদি গর্ভনিরোধক ইনজেকশন ডিএমপিএ-এসসি–কে অনুমোদন (প্রিকোয়ালিফিকেশন) দিয়েছে। এই স্বীকৃতি উন্নয়নশীল দেশগুলোতে সাশ্রয়ী, নিরাপদ ও মানসম্পন্ন গর্ভনিরোধক প্রাপ্যতা বাড়ানোর পথে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ডব্লিউএইচও এর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং গবেষণা বিভাগের পরিচালক ডা. পাসকাল অ্যালোটে বলেন, সাশ্রয়ী মূল্য, বিকল্পের সুযোগ ও সহজলভ্যতা—এই তিনটি বিষয়ই অধিকারভিত্তিক পরিবার পরিকল্পনার মূল উপাদান। ডব্লিউএইচও প্রিকোয়ালিফিকেশন মানসম্পন্ন গর্ভনিরোধক বিকল্পের প্রাপ্যতা বাড়ানোর বড় পদক্ষেপ, যা নারীদের নিজস্ব সিদ্ধান্তে প্রজনন অধিকার নিশ্চিত করবে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রোগ্রাম বিভাগের পরিচালক জুলিয়া বান্টিং বলেন, সাশ্রয়ী ও মানসম্পন্ন গর্ভনিরোধক নারীর প্রজনন স্বাধীনের মৌলিক উপাদান। আজকের এই ঘোষণার মাধ্যমে লাখো নারী ও মেয়েদের জন্য নতুন বিকল্প তৈরি হলো। ২০২৪ সালে ৪৯টি দেশ ইউএনএফপিএ’র মাধ্যমে ডিএমপিএ-এসসি সংগ্রহ করেছে, এবং ৩৭টি দেশ সেলফ-অ্যাডমিনিস্ট্রেশন কর্মসূচি চালু করেছে। এখন আমরা আরও এগোতে পারব—সরবরাহ নিশ্চিত করতে, সেবার প্রাপ্যতা বাড়াতে এবং নারীদের নিজের শরীর ও জীবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে।
চিলড্রেন’স ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন (সিআইএফএফ)-এর যৌন ও প্রজননস্বাস্থ্য ও অধিকার বিভাগের নির্বাহী পরিচালক মাইলস কেমপ্লে বলেন, ইনসেপ্টার ডিএমপিএ-এসসি’র প্রিকোয়ালিফিকেশন উচ্চমানের ও সাশ্রয়ী গর্ভনিরোধক সহজলভ্য করার পথে বড় অগ্রগতি। বর্তমানে লাখো নারী সেলফ-ইনজেকটেবল গর্ভনিরোধক বেছে নিচ্ছেন, কারণ এটি সময় ও অর্থ দুটোই সাশ্রয় করে এবং সেবাপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা দূর করে।
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুকতাদির বলেন, আমাদের ডিএমপিএ-এসসি পণ্য ডব্লিউএইচও প্রিকোয়ালিফিকেশন পাওয়ায় আমরা গর্বিত। এটি আমাদের জনস্বাস্থ্যের উন্নয়নে অঙ্গীকারের প্রতিফলন। আমরা বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করে এই পণ্য বাজারে আনতে এবং নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক প্রভাব ফেলতে আগ্রহী।