যুদ্ধবিরতি চুক্তি কার্যকর অনুষ্ঠানে যোগ দিতে মিশর যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সেই অনুষ্ঠানের পর ইসরায়েলে যাবেন তিনি। সেখানে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, জীবিত জিম্মিরা কোথায় আছে তা খুব বেশি মানুষ জানে না। তিনি কায়রো ও ইসরায়েল সফর করবেন বলেও জানান তিনি।
গতকাল শুক্রবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সোমবারের মধ্যে ২০ জন জীবিত বন্দী ও ২৮ জনের মরদেহ হস্তান্তরের কথা রয়েছে। তিনি বলেন, সোমবার খুব গুরুত্বপূর্ণ। সেদিন হামাসের সঙ্গে ইসরায়েলের বন্দী বিনিয়ময় হবে। হামাসের কাছে থাকে ৪৮ ইসরায়েলির বিনিময়ে ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।
জিম্মি মুক্তির ব্যাপারে হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তবে চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়ার কথা রয়েছে।