ট্রাম্পের দাবি: মাদকবাহী জাহাজে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৫ সেপ্টেম্বর ক্যারিবীয় সাগরে একটি জাহাজে হামলার দাবি করে ট্রুথ সোশ্যালে ভিডিও পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ছবি: সংগ্রহিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের সাউদার্ন কমান্ডের আওতাধীন এলাকায় চলাচল করা একটি জাহাজে হামলা চালিয়েছে। তাঁর দাবি, জাহাজটি মাদক বহন করছিল। গতকাল শুক্রবার এমন দাবি করেন তিনি।

দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে বিপুলসংখ্যক মার্কিন সেনা মোতায়েনের মধ্যে এ হামলার ঘটনা ঘটল। মাদক বহন করা জাহাজ সন্দেহে যুক্তরাষ্ট্রের তৃতীয় হামলার ঘটনা এটি। ট্রাম্প প্রশাসন ওই এলাকায় ১০টি যুদ্ধবিমান পাঠানোর নির্দেশ দিয়েছে। গত শনিবার পুয়ের্তো রিকোতে পাঁচটি এফ-৩৫ যুদ্ধবিমান অবতরণ করতে দেখা গেছে।

Scroll to Top