প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ
ঝোঁপে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ


চুয়াডাঙ্গার আলমডাঙ্গার যমুনার মাঠের সেচ খালের ঝোঁপ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
হস্পতিবার (২২ মে) বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
আনুমানিক ৩৫ বছর বয়সি ওই যুবকের গায়ে গেঞ্জি ও পরনের লুঙ্গি বুকের কাছে ছিল।
স্থানীয়রা জানান, মরদেহটির হাত-পায়ের আঙুলসহ কিছু অঙ্গপ্রত্যঙ্গ ছিল না। ধারণা করা হচ্ছে, কোনো প্রাণী হয়তো সেগুলো নিয়ে গেছে।
জামজামি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য আরিফুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং মরদেহটি দেখে শনাক্ত করতে পারেননি। পরে তিনি বিষয়টি জামজামি ক্যাম্পের পুলিশকে জানান।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি কয়েক দিন আগের হওয়ায় অর্ধগলিত হয়ে গেছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Copyright © 2025 সত্যের পথে. All rights reserved.