জুলাই আন্দোলনে নিহতকে ঘিরে প্রতারণার মামলা, আসামি ৮ জন।

প্রতীকী ছবি

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মো. সাগর হত্যা নিয়ে পরিবারের করা একটি মামলা থাকার পরও একই নিহতকে নিয়ে আরেকটি মামলা প্রতারণার উদ্দেশ্যে করার অভিযোগে আদালতে মামলা করেছেন নিহতের মা। এতে বাদী, আইনজীবী, সাক্ষী ও শাহআলী থানার ওসি ও ইন্সপেক্টরসহ আটজনকে আসামি করা হয়েছে।

আজ বুধবার কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বড় শালঘর গ্রামের মো. হানিফ মোল্লার স্ত্রী ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মো. সাগরের মা বিউটি আক্তার এ মামলা দায়ের করেন।

ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষ্যমাণ রেখেছেন।

আসামিরা হলেন- শাহআলী থানার ৯(৩)২৫নং মামলার বাদী খন্দকার নূরে আমীন সিদ্দিক, মামলার তিনজন আইনজীবী অ্যাডভোকেট নাসিম উদ্দীন মো. বায়েজিদ, আহসান হাবিব ও আশরাফুল ইসলাম, সাক্ষী আব্বাস আলী ও তাহের মালতিয়া এবং শাহআলী থানার পুলিশ পরিদর্শক (নি.) মো. মতিউর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনে গত বছর ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মো. সাগর। এ ঘটনায় নিহতের মা বাদী মিরপুর থানার মামলা নং-৫৪(১১)২৪ দায়ের করেন। ওই মামলার কিছু আসামি গ্রেপ্তার হয়। এরপর উদ্দেশ্যে প্রণোদিতভাবে ওই মামলা প্রশ্নবিদ্ধ করার জন্য ১ হতে ৬ নং আসামি আদালত থেকে নিহত সাগরের মৃত্যু সনদপত্রের ফটোকপি সংগ্রহ করে শাহআলী থানা এলাকায় সাগরের মৃত্যুর ঘটনাস্থল দেখিয়ে আসামি খন্দকার নূর আমীন সিদ্দিক নিজেকে সাগরের বোন জামাই উল্লেখ করে গত ১০ ফেব্রুয়ারি সিএমএম আদালতে সিআর মামলা নং-৯৯/২৫ মামলা দায়ের করেন।

যা পরবর্তীতে অতঃপর আসামি মতিউর রহমান ও শফিকুল ইসলামের সহযোগিতায় শাহআলী থানার ৯ (৩) ২৫ নং মামলা হিসেবে রজু হয়। পরবর্তীতে আসামিরা তাদের মামলার আসামিদের কাছ থেকে টাকার বিনিময়ে হলফনামা তৈরি করে চার্জশিট হতে নাম বাদ দেওয়া হইবে মর্মে টাকা গ্রহণ করেছেন। আসামিদের ওই কৃতকর্ম দণ্ডবিধি ৩৪/১০৯/৪১৯/৩৮৭/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১ ধারার অপরাধ।

Leave a Reply

Scroll to Top