[caption id="attachment_6291" align="aligncenter" width="600"]
ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া[/caption]
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দলের নিবন্ধন ও লাঙল প্রতীক চেয়ারম্যান জি এম কাদেরের নামে থাকবে, যেভাবে বর্তমানে বহাল রয়েছে।
রোববার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন জি এম কাদের ও শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বাধীন জাপার এই নেতা।
তিনি আরও বলেন, ওই কাউন্সিল কোনোভাবেই বৈধ নয়। এটা চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত না, প্রেসিডিয়াম থেকেও অনুমোদিত হয়নি। তাই আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানিয়েছি। ইসি আমাদের দরখাস্ত গ্রহণ করেছে এবং জানিয়েছে আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা করবে।
রেজাউল ইসলাম আরও বলেন, জাপার নিবন্ধন নম্বর ১২ এবং প্রতীক লাঙল। এ দলটির দশম সম্মেলন এখনও হয়নি। আমরা বিশ্বাস করি নিবন্ধন ও প্রতীক আগের মতোই গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কাছে আছে এবং বহাল থাকবে। গত সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচনে জিএম কাদেরের নেতৃত্বে লাঙল প্রতীকে প্রার্থীরা অংশ নিয়েছেন এবং নির্বাচিতও হয়েছেন। কাজেই আইনিভাবেই বিষয়টি স্পষ্ট।
জাতীয় পার্টির এই নেতা বলেন, যারা নিবন্ধন ও প্রতীকের দাবি করছেন, তাদের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আশা করছি, দু–এক দিনের মধ্যেই ইসি আনুষ্ঠানিকভাবে আমাদের অবস্থান নিশ্চিত করবে