ছেলের সঙ্গে জন্মদিন উদযাপনে অপু

অপু ও জয়

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ ১১ অক্টোবর। ৩৬ পেরিয়ে ৩৭ বছরে পা দিলেন এই অভিনেত্রী। আর অপুর জন্মদিনের শুরুটা হয় সবচেয়ে প্রিয় মানুষ ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে। শুক্রবার মধ্যরাতে নায়িকা তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন।

যেখানে দেখা যায়, বেগুনি রঙের কেকের সামনে বসে আছেন তিনি ও তার ছেলে জয়। ছেলে মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, ‘মম, হ্যাপি বার্থডে!’ এরপর মা-ছেলে মিলে কেক কাটার আয়োজন শুরু করেন।

ভিডিওতে ধরা পড়ে মা-ছেলের সুন্দর মুহূর্তও। দেখা যায় কেকের ওপর থাকা মোমবাতি ফু দিয়ে নিভাতে গিয়ে বারবার চেষ্টা করে জয়, কিন্তু পারছিল না। শেষে অপু নিজেই ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে দেন। আর হেসে বলেন, ‘চলো, এবার কেক কাটি।’ এরপর দুজন মিলে উদযাপন করেন বিশেষ এদিনটি।

অপুর শেয়ার করা ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্যঘর। সহকর্মী থেকে শুরু করে ভক্ত- সবাই অপুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

বলা দরকার, ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। তার প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিল অভিনেতা শাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন অপু। তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে সেই বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নানা বিতর্কের মধ্যদিয়ে ২০১৮ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

Leave a Reply

Scroll to Top