[caption id="attachment_7577" align="aligncenter" width="600"]
চিকিৎসায় নোবেল পাওয়া তিন বিজ্ঞানী ম্যারি ই ব্রাঙ্কো, ফ্রেড রামাডেল ও শিমন সাকাগুচি [/caption]
চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রাখায় নোবেল পেলেন তিনজন। আজ সোমবার এ নোবেল ঘোষণা করে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
চিকিৎসা বিজ্ঞানে নোবেলপ্রাপ্তরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারি ই ব্রানকো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি।
পেরিফেরিয়াল ইমিউন টলারেন্স আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হচ্ছে। এটি রোগ-প্রতিরোধ বা ইমিউন সিস্টেমের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে শরীরের নিজস্ব উপাদান এবং ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদান সৃষ্টি হওয়া রোধ করে।
পুরস্কারপ্রাপ্তরা একটি মেডেল, একটি সনদপত্র পাবেন। এ ছাড়া তারা ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা পাবেন, যা তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ম্যারি ই ব্রাঙ্কো ১৯৬১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োজলিতে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মরত আছেন। ফ্রেড রামসডেল ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ইউভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সোনোমা বায়োথেরাপিউটিকসে সায়েন্টিফিক অ্যাডভাইজার পদে কর্মরত আছেন।
আর জাপান থেকে নোবেল পাওয়া শিমন সাকাগুচি ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি জাপানের কিয়োটো ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জাপানের ইউভার্সিটি অব ওসাকার ইমিউনোলজি ফ্রন্টিয়ার রিসার্চ সেন্টারের ডিস্টিংগুইসড প্রফেসর হিসেবে কর্মরত আছেন।