গাজীপুরে বেতন না পেয়ে শ্রমিকদের তিন ঘণ্টার অবরোধ কর্মসূচি।

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধ না করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার ছবি:সত্যের পথে

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজ সোমবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকেরা। পরে বেতন পরিশোধের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন তাঁরা।

আজ সকাল আটটা থেকে উপজেলার শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বরমী সিটপাড়া এলাকার গার্ডেনিয়া ওয়্যার লিমিটেড কারখানার পাঁচ শতাধিক শ্রমিক। পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ আগামীকাল মঙ্গলবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়। পরে বেলা ১১টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

কারখানার সুইং বিভাগের অপারেটর সাথি আক্তার বলেন, গত আগস্টের বেতন পরিশোধ না করায় শ্রমিকেরা বিপাকে পড়েছেন। সেপ্টেম্বর মাসের বেতন নিয়েও অনিশ্চয়তার আশঙ্কা আছে। তাই তাঁরা বাধ্য হয়ে আন্দোলন করেছেন। কারখানা কর্তৃপক্ষের দেওয়া আশ্বাস বাস্তবায়নে প্রশাসনিক হস্তক্ষেপ চান।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো ভাষ্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ফোন ধরেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারিক বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আগামীকাল বকেয়া বেতন পরিশোধ করবে কর্তৃপক্ষ। এরপর নির্ধারিত সময়ে কারখানার কার্যক্রম চলবে।

Leave a Reply

Scroll to Top