
অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছে সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীরা।এই আলোচনা কবে শেষ হতে পারে তা নিয়ে ধারণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী কয়েকদিন এই আলোচনা চলতে পারে।
ট্রাম্প বলেন, ‘আলোচকরা আলোচনা করছেন, এটা কয়েকদিন চলতে পারে। আমি জানতে পেরেছি যে খুবই ইতিবাচক আলোচনা হচ্ছে।;
মিশরের আল শাম শহরে চলমান এই আলোচনায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস, ইসরায়েলের কর্মকর্তারা ছাড়াও মার্কিন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারের থাকার কথা রয়েছে।
আলোচনা চলাকালীন গাজায় বোমা হামলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ‘আমার মনে হয় যে এটা সবাই বুঝতে পারছেন যে হামলা চালিয়ে জিম্মিদের মুক্ত করতে পারবেন না। তাই হামলা আগে থামাতে হবে। আলোচনার মাঝে যুদ্ধ চলতে পারে না।’