গাজার উত্তরাঞ্চলে হামাস-ইসরায়েল সংঘর্ষে নিহত ৪ সেনা

ফাইল ছবি: সত্যের পথে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সাথে সংঘর্ষে ইসরাইলি বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। এদিকে ইসরাইল গাজা সিটি দখলের লক্ষ্যে তাদের সামরিক আগ্রাসন আরো তীব্র করছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত চার সেনা ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদন মতে, গাজা শহরের একটি সুরক্ষিত অবস্থানে হামাসের হামলায় ওই চারজন নিহত হন।

সামরিক পরিসংখ্যানে দেখা গেছে, নতুন এই মৃত্যুর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৯০৪ জনে দাঁড়িয়েছে।

Scroll to Top