ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত এক দিনে ৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা ৬৪ হাজার ৯৬৪ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ৩৮৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ৬৫ হাজার ৩১২ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২৭ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দুই হাজার ৪৯৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৮ হাজার ২৯৪ জনেরও বেশি।
এছাড়াও অনাহার ও অপুষ্টিতে শিশুসহ আরো তিনজনের মৃত্যু হয়েছে। ফলে অনাহারে মোট মৃত্যুর সংখ্যা ৪২৮ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ১৪৫টিই শিশু।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগস্ট মাসে গাজা শহরে দুর্ভিক্ষ ঘোষণার পর থেকে কমপক্ষে ১৫০ জন ফিলিস্তিনির অনাহারে মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩১টি শিশু। সেপ্টেম্বরের শেষ নাগাদ মধ্য ও দক্ষিণ গাজার দেইর আল-বালাহ ও খান ইউনিসে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে বলে আইপিসি সতর্ক করে দিয়েছে।
এদিকে গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরাইল ফের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৪১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৩ হাজার ২৭১ জন। এর আগে, ইসরাইল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
উল্লেখ্য, গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি