

শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশার ধাক্কায় আতিকুর রহমান আতিক (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একই দিন রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যায় সে।
আতিক নালিতাবাড়ীর উত্তর গড়কান্দা গোনাপাড়া গ্রামের কফিল উদ্দীনের ছেলে এবং স্থানীয় বাগানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুরে টিফিনের সময় আতিক গড়কান্দা নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে টিফিনের খাবার কিনতে যায়। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। এদিকে, সড়ক দুর্ঘটনার পরপরই চালক অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘এ নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’