প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ১১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
কোহলি কি এবার আইপিএল থেকে দূরে যাচ্ছেন?
[caption id="attachment_8633" align="aligncenter" width="600"]
বিরাট কোহলি। ছবি: সংগৃহীত[/caption]
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটের মধ্যে দুটিকে (টেস্ট ও টি-টোয়েন্টি) বিদায় বলে দিয়েছেন বিরাট কোহলি। এখন শুধু ওয়ানডে ফরম্যাট খেলছেন। এই ফরম্যাটেও হয়ত পরবর্তী বিশ্বকাপের পর আর তাকে দেখা যাবে না। অবশ্য তার আগেই নাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় বলে দিতে পারেন তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে শুরু থেকেই খেলছেন কোহলি। তবে এই দলের হয়ে শিগগিরই আইপিএল ক্যারিয়ারের ইতি টানতে পারেন কোহলি, ভারতীয় এক সংবাদ মাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে।
রেভস্পোর্টজের সাংবাদিক রোহিত জুগলানের বরাত দিয়ে ডিএনএ ইন্ডিয়া জানিয়েছে, কোহলি সম্প্রতি একটি ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। সেই ব্র্যান্ডটি ছিল আরসিবির সঙ্গে যুক্ত। ফলে কোহলির উপস্থিতি সেখানে গুরুত্বপূর্ণ ছিল। তবে কোহলি তার বিকল্প খুঁজতে বলেছেন।
ধারণা করা হচ্ছে, যেহেতু কোহলি আইপিএল ছাড়ার পরিকল্পনা করছেন, তাই এখন তিনি আর আরসিবি’র সঙ্গে সম্পর্কিত কোনো ব্র্যান্ডে নাম লেখাচ্ছেন না।
প্রসঙ্গত, চলতি মাসে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন বিরাট কোহলি। আগামী ১৯ অক্টোবর পার্থের অপটাস স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অজিদের মুখোমুখি হবেন কোহলিরা।

Sotterpothe