

পটুয়াখালীর কুয়াকাটায় ভেসে এসেছে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ। আজ সোমবার সকাল ১০টার দিকে সমুদ্র সৈকতের গঙ্গামতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে বহু কৌতূহলী মানুষ সৈকতে ভিড় জমায়। তবে মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘স্থানীয়রা সৈকতে একটি মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করি। পরিচয় শনাক্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।’
স্থানীয় ডাব বিক্রেতা রিয়াজ উদ্দিন বলেন, ‘সকালে দোকানে এসে দেখি পানিতে কিছু একটা ভাসছে। কাছে গিয়ে দেখি অর্ধগলিত একটি মরদেহ। পরে আমি পুলিশে খবর দেই।’
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল রয়েছে। ধারণা করা হচ্ছে, লাশটি কোনো জেলের হতে পারে। তবে নিশ্চিত হতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করতে হবে। মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’