কুমিরে আক্রান্ত জেলে সুন্দরবনে, ৭ ঘণ্টা পর দেহ উদ্ধার।


সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে সুব্রত মণ্ডল (৩২) নামে এক জেলে নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে এ ঘটনা ঘটে। সাত ঘণ্টা পরে রাত সাড়ে ১০টার দিকে ওই জেলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুব্রত খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার কুমুদ মণ্ডলের ছেলে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুভ্রত মণ্ডল ঢাংমারী স্টেশন থেকে রাজস্ব জমা দিয়ে পাস সংগ্রহ করে মাছ ধরতে সুন্দরবনে প্রবেশ করেন। ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি সাঁতরে করমজল খাল পার হচ্ছিলেন। তখন একটি কুমির তাকে ধরে টেনে নিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা অন্য জেলেরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি।

সুব্রতকে কুমিরে ধরে নিয়ে গেছে- এমন খবর জানার পর অর্থশতাধিক গ্রামবাসী নৌকা ও ট্রলার নিয়ে তার সন্ধানে সুন্দরবনের করমজল খালে তল্লাশি শুরু করেন। পরে অনেক খোঁজাখুঁজির পর সুন্দরবনের করমজল খালের গজালমারী এলাকায় পানির নিচ থেকে ডুবিয়ে গ্রামবাসীরা তার মরদেহ উদ্ধার করেন বলে জানিয়েছেন ঢাংমারী গ্রামের ইস্রাফিল বয়াতি।

সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Scroll to Top