
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে একই সঙ্গে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কৃষক জাহাঙ্গীর হোসেন (৪০) ও তার স্ত্রী রুবি বেগম (৩২)। বিষয়টি নিশ্চিত করেন সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানমোজাফফর হোসেন।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তীব্র বাতাস ও বজ্রপাত শুরু হয়। এসময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম ঘরেই অবস্থান করছিল। পাশের ঘরেই ছিল তাদের তিন সন্তান। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়। তবে সন্তানরা অক্ষত রয়েছে।’
এ বিষয়ে উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’