কাপ্তাই হ্রদে রাতে ঝাঁপ দেওয়া ব্যক্তির লাশ সকালে উদ্ধার

কাপ্তাই হ্রদে ফায়ার সার্ভিসের তল্লাশি অভিযান। আজ ভোরে তোলা

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাঙামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চম্পানিরমার টিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার হওয়া লাশটি ওই এলাকার বাসিন্দা হারুন উর রশিদের (৫০)।

ফায়ার সার্ভিস জানায়, কাপ্তাই হ্রদের তীরে হারুন উর রশিদের বাড়ি। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান চালিয়ে তাঁর লাশ উদ্ধার করে। এরপর লাশটি রাঙামাটির কোতোয়ালি থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে।

Scroll to Top