

পায়ের পেশিতে (ক্যাফ) ইনজুরিতে পড়েছেন দানি ওলমো। এমনটি নিশ্চিত করেছে স্পেন জাতীয় দল। সে কারণে তিনি জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন। এই সপ্তাহের শেষেই তিনি বার্সেলোনায় ফিরবেন বলে জানানো হয়েছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক বিরতির আগে থেকেই বার্সেলোনা জানিয়েছিল যে ওলমো ক্লান্তি ও মাংসপেশিতে টান অনুভব করছেন।
তবুও, ওলমো জাতীয় দলের ক্যাম্পে ছিলেন এবং নিয়মিত অনুশীলনও চালিয়ে যান — যতক্ষণ না হঠাৎ ইনজুরির কারণে অনুশীলন বন্ধ করতে বাধ্য হন।
কাতালুনিয়া রেডিওর সাংবাদিক রজার আরবুসার প্রতিবেদনে জানা গেছে, ওলমোর বিষয়টি স্পেন দল যেভাবে সামলেছে, তাতে বার্সেলোনা মোটেও সন্তুষ্ট নয়।
আগেই যেমন নিশ্চিত করেছে, বার্সেলোনা জাতীয় দলকে বিস্তারিত একটি মেডিকেল রিপোর্ট পাঠিয়েছিল। যেখানে বলা হয়েছিল যে ২৭ বছর বয়সী এই তারকা ফুটবলার অতিরিক্ত ক্লান্ত ও মাংসপেশির হালকা অস্বস্তিতে ভুগছেন।
ক্লাবটির কর্মকর্তারা বুঝতে পারছেন না, কীভাবে সেই রিপোর্ট উপেক্ষা করা হলো এবং কেন স্পেন দলের স্টাফরা ওলমোকে গত কয়েকদিন অনুশীলন চালিয়ে যেতে দিলেন—যতক্ষণ না আজ স্পষ্ট হলো যে তিনি আসলেই ফিট নন এবং ইনজুরিতে পড়েছেন।
সম্প্রতি বার্সার আরেক তরুণ তারকা লামিন ইয়ামালও ইনজুরিতে পড়েছিলেন। আর এখন দানি ওলমোর এই পরিস্থিতি ক্লাবের উদ্বেগ আরও বাড়িয়েছে।