[caption id="attachment_7503" align="aligncenter" width="600"]
বার্নার্ড জুলিয়ান। ছবি: সংগৃহীত [/caption]
ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার এবং ১৯৭৫ সালের বিশ্বকাপজয়ী তারকা বার্নার্ড জুলিয়ান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। উত্তর ত্রিনিদাদের শহর ভালসেনে মারা গেছেন তিনি।
১৯৭৫ সালে ইতিহাসের প্রথম বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জুলিয়ান। টুর্নামেন্টে শ্রীলংকার বিপক্ষে গ্রুপপর্বে ২০ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে দলকে ফাইনালে পৌঁছাতে রেখেছেন বড় ভূমিকা।
ফাইনালে ব্যাটিং ক্যারিশমা দেখিয়েছিলেন জুলিয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে ৩৭ বলে ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি।
জুলিয়ানকে স্মরণ করে ওয়েস্ট ইন্ডিজের প্রথম দুইটি বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড বলেছেন, ‘সে সবসময় দলের জন্য এক শ শতাংশেরও বেশি নিংড়ে দিত। সে কখনো তার কর্তব্য এড়িয়ে যায়নি, এবং আমি সবসময় ব্যাটিং এবং বোলিংয়ে তার ওপর ভরসা করতাম। সে সবসময়ই তার সর্বস্ব দিত। কী দুর্দান্ত ক্রিকেটার ছিল! আমরা সবাই তাকে শ্রদ্ধা করতাম। সে নিজেকে উপভোগ করত এবং আশেপাশের সবার কাছে প্রিয় ছিল। আমার মনে আছে আমরা যখন লর্ডসে টেস্ট ম্যাচ জিতেছিলাম, তখন সেখানে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে স্বাক্ষর করেছিলাম।’
জুলিয়ান ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৪টি টেস্ট ম্যাচ এবং ১২টি ওয়ানডে খেলেছেন। তিনি লাল বলের ক্রিকেটে ৮৬৬ রান করেছেন এবং ৫০টি উইকেট নিয়েছেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৮৬ রান এবং ১৮টি উইকেট নিয়েছেন তিনি।