এ মুহূর্তে সিনেমা নিয়ে কোনো ভাবনা নেই : তটিনী

তানজিম সাইয়ারা তটিনী । সংগৃহীত ছবি: সত্যের পথে

তিনি সুহাসিনী নামেই সবার কাছে পরিচিত। যার মিষ্টি হাসিতে তরুণ থেকে তরুণীরাও প্রশংসা করতে ভোলেন না তিনি তানজিম সাইয়ারা তটিনী। অল্প কয়েক বছরে শুধু হাসি নয়, অভিনয় দিয়েও হয়ে উঠেছেন দর্শকের প্রিয়। সাম্প্রতিক ব্যস্ততা ও কাজ নিয়ে তার সঙ্গে কথা বলেছে বিনোদন।

ব্যস্ততা কেমন যাচ্ছে?

ভালোই। অনেক বেশি যে কাজ করছি, তা নয়। এখন তো সেভাবে নিয়মিত কাজও হচ্ছে না। এর মধ্যেই যেগুলো ভালো লাগছে বেছে বেছে সেগুলোই করার চেষ্টা করছি।

বারবার একই রকম কাজ করতে করতে টায়ার্ড। সে জন্য এখন চেষ্টা করছি ভালো ভালো পরিচালকদের সঙ্গে কাজ করার।

এর মধ্যে কী কী কাজ করা হয়েছে?

তিনটি নাটকের কাজ করেছি। শিহাব শাহীন ভাইয়ার পরিচালনায় একটা, ক্যাপিটাল ড্রামার জন্য।

এ ছাড়া অপূর্ব ভাইয়ার সঙ্গে একটা, আরেকটা তৌসিফ ভাইয়ার সঙ্গে ‘বুলবুলি’ নাটকের সিক্যুয়াল।

সংগৃহীত ছবি: সত্যের পথে

শিহাব শাহীনের পরিচালনায় ওয়েব ফিল্মে অভিনয়ের কথা শোনা যাচ্ছে…

এটা নিয়ে কিছুই বলতে পারব না। আর শিহাব ভাইয়ার মতো পরিচালকের নির্দেশনায় কাজ করতে পারাটা আমার জন্য অনেক বড় স্কুলিং। উনার সঙ্গে একটা কাজ করেছি, অনেক কিছু শিখতে পেরেছি।

তাহলে নাটকের পাশাপাশি ওটিটিতেও ব্যস্ত হচ্ছেন? 

আমি শুধু চেষ্টা করছি ভালো প্রজেক্টগুলোর সঙ্গে যুক্ত থাকার।

সামনেও হয়তো ভালো গল্প পেলে কাজ করা হবে। এর মধ্যে নাটকই করা হবে। জাকারিয়া সৌখিন ভাইয়ার পরিচালনায় একটি নাটকের কাজ করা হবে। এরপর তানিম রহমান অংশু ভাইয়ার সঙ্গেও একটা কাজ হবে। তবে এটা অস্ট্রেলিয়াতে শুটিং করার পরিকল্পনা রয়েছে। দুটি নাটকেই আমার সঙ্গে অপূর্ব ভাইয়া থাকবেন।

অস্ট্রেলিয়া কবে যাওয়া হচ্ছে তাহলে?

খুব সম্ভবত অক্টোবরে। এটা ছাড়াও আরো দুটি নাটকের প্যাচওয়ার্ক শুটিং করব সেখানে। এরপর দেশে ফিরে আসব।

ছোট পর্দা থেকে এখন অনেকেই বড় পর্দায় ব্যস্ত হচ্ছেন। দর্শক আপনাকে কবে বড় পর্দায় দেখবে?

সিনেমা অনেক বড় মাধ্যম, অনেক বড় দায়িত্ব। এর জন্য সঠিক প্রস্তুতির প্রয়োজন আছে। নাটকে আমার একটা আলাদা দর্শক তৈরি হয়েছে, যারা আমাকে ভালোবাসা দিয়েছেন। তাদের জন্য আরো কয়েকটা বছর কাজ করতে চাই। শুধু করার জন্য সিনেমা করতে চাই না, মিনিংফুল কিছু যদি পাই তখনই হয়তো করব এবং সেটা কতটুকু যত্ন নিয়ে করা হবে বা করতে পারব সে রকম কিছু বিষয়ও রয়েছে। তাই সিনেমা নিয়ে এখন কোনো চিন্তা করছি না।


Scroll to Top