এমিলিয়ানো মার্তিনেজ ফিরে এলেন পুরনো দল অ্যাস্টন ভিলায়

অ্যাস্টন ভিলার হয়ে গতকাল রাতে মাঠে নেমেছেন এমিলিয়ানো মার্তিনেজ এমিলিয়ানো মার্তিনেজের ইনস্টাগ্রাম থেকে

ফুটবলের দলবদলে যে শেষ কথা বলে কিছু নেই, সেটি আরও একবার প্রমাণিত হলো এমিলিয়ানো মার্তিনেজকে দিয়ে। অনেক গুঞ্জন, নাটকীয়তার পরও ক্লাব বদলাতে পারেননি আর্জেন্টাইন এই গোলরক্ষক।

তাঁকে থেকে যেতে হলো অ্যাস্টন ভিলাতেই। এমনকি দলবদলের দুয়ার বন্ধ হওয়ার পর গতকাল রাতে ক্লাবটির হয়ে প্রথমবারের মতো মাঠেও নেমেছেন মার্তিনেজ। তাঁর ফেরার রাতে এভারটনের মাঠে গোলশূন্য ড্র করেছে অ্যাস্টন ভিলা।

Scroll to Top