

নতুন মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে কিলিয়ান এমবাপ্পে। তাঁর ওপর ভর করে উড়ছে রিয়াল মাদ্রিদও। সর্বশেষ গতকাল রাতে লা লিগার ম্যাচে লেভান্তের মাঠে রিয়াল জিতেছে ৪–১ গোলে। এ জয়ে রিয়ালের হয়ে জোড়া গোল করেন এমবাপ্পে। অন্য দুটি গোল ভিনিসিয়ুস জুনিয়র ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর।
দুর্দান্ত এ জয়ে চলতি মৌসুমে লা লিগার ৬ ম্যাচের সব কটিতেই জিতল রিয়াল। শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট এখন ১৮। দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫ ম্যাচে ১৩। পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত খেলা ৭ ম্যাচের প্রতিটিতে জিতল রিয়াল।