এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে এনভয় টেক্সটাইলস লিমিটেডের (এনভয়) সঙ্গে ৩ কোটি মার্কিন ডলারের একটি টেকসই ঋণচুক্তি স্বাক্ষর করেছে। এটি ২০২২ সালে এডিবির সঙ্গে এনভয়ের টেক্সটাইল উৎপাদন প্রকল্পের ধারাবাহিকতা। এডিবির ঢাকা কার্যালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশে এটি এডিবির প্রথম সাসটেইনেবিলিটি লিঙ্কড ঋণ (টেকসই ঋণ)। একটি ভবিষ্যত নির্দেশিত কর্মক্ষমতাভিত্তিক ঋণ সুবিধা এটি, যা পূর্বনির্ধারিত কর্মক্ষমতা সূচক ও টেকসই কর্মক্ষমতার লক্ষ্যমাত্রার ভিত্তিতে মূল্যায়ন করা হয়। নির্ধারিত টেকসই কর্মক্ষমতার লক্ষ্যমাত্রা এনভয়ের টেকসই লক্ষ্যমাত্রাগুলোকে প্রতিফলিত করে, যার মধ্যে রয়েছে কারখানার ছাদে মোট সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস।
এডিবি জানায়, এই ঋণের অর্থ ব্যবহার করা হবে ময়মনসিংহের ভালুকার জামিরদিয়ায় এনভয়ের কারখানায় নতুন সুতা উৎপাদন ইউনিট ডিজাইন ও নির্মাণের জন্য, যা এনভয়ের বার্ষিক সুতা উৎপাদন ক্ষমতা বাড়াবে। এছাড়া কারখানায় ৩ দশমিক ৫ মেগাওয়াটপিক রূফটপ সৌর প্যানেল স্থাপনে এবং স্বল্পমেয়াদি স্থানীয় কার্যকরী মূলধন ঋণ পুনঃঅর্থায়নের জন্য এ ঋণ ব্যবহার হবে। নতুন ইউনিটটি স্বয়ংক্রিয় ও অধিক জ্বালানি সাশ্রয়ী হবে এবং এর বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ৪,৫৫০ টন সুতা, যা মূলত নিজস্ব ডেনিম কাপড় উৎপাদনে ব্যবহার করা হবে।
বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং বলেন, তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি জোগান দেয় এবং এনভয় শীর্ষস্থানীয় ডেনিম কাপড় উৎপাদক। বাংলাদেশে প্রথম টেকসই ঋণ দিয়ে এনভয়কে সহায়তা করতে পেরে এডিবি আনন্দিত। এই অংশীদারিত্ব পরিবেশগত টেকসই ও শিল্পের আধুনিকায়নকে অগ্রসর করছে, যা গার্মেন্টস খাতের জন্য নতুন মানদণ্ড স্থাপন করছে।
এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এডিবির অব্যাহত সহায়তা পেয়ে গর্বিত, যার অংশীদারিত্ব আমাদের টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের প্রতি অঙ্গীকারকে শক্তিশালী করে। এ নতুন টেকসই ঋণ আমাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে এবং পরিবেশগত প্রভাব আরও কমাতে সহায়তা করবে।’
প্রসঙ্গত, এনভয় বাংলাদেশের শীর্ষ ডেনিম কাপড় প্রস্তুতকারক, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫ কোটি ৪০ লাখ গজ। এটি দেশের মোট ডেনিম কাপড় উৎপাদন ক্ষমতার প্রায় ১০ শতাংশ। এনভয়ের কারখানা বিশ্বে প্রথম প্লাটিনাম এলইইডি সার্টিফায়েড ডেনিম উৎপাদন সুবিধা, যা মার্কিন গ্রিন বিল্ডিং কাউন্সিল দ্বারা স্বীকৃত।
এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও টেকসই প্রবৃদ্ধির শীর্ষস্থানীয় বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক। সদস্য ও অংশীদারদের সঙ্গে জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করতে এডিবি উদ্ভাবনী আর্থিক সরঞ্জাম ও কৌশলগত অংশীদারিত্ব ব্যবহার করে জীবন পরিবর্তন, মানসম্পন্ন অবকাঠামো নির্মাণ ও আমাদের পৃথিবীকে সুরক্ষিত করে।