এক সপ্তাহে সৌদি আরবে ২১ হাজারেরও বেশি বিদেশি নাগরিক আটক

সংগৃহীত ফাইল ছবি।

সৌদি আরবে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২১ হাজার ৩৩৯ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য এসব বিদেশিদের গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট ১২ হাজার ৯৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার জন্য ৪ হাজার ১৯৮ জনকে এবং শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আরও ৪ হাজার ১৮৬ জনকে গ্রাপ্তার করা হয়েছে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধ প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানার পাশাপাশি যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

Scroll to Top