

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
নেটফ্লিক্স
নেটফ্লিক্সে ৯ অক্টোবর মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘ওয়ার ২’। এতে অভিনয় করেছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানির এজেন্ট কবীর ফের মাঠে, আর এবারের মিশন তাঁর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন। বন্ধু থেকে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা কবীর (হৃতিক) ও বিক্রম (জুনিয়র এনটিআর) মুখোমুখি হয় এক ভয়ংকর চ্যালেঞ্জে। কর্নেল লুথরার নির্দেশে কবীর গণতন্ত্রবিরোধী সংগঠন ‘কালী’কে খুঁজে বের করার দায়িত্ব নেয়।
অ্যাপল টিভি প্লাস
অ্যাপল টিভি প্লাসে গত ১০ অক্টোবর মুক্তি পেয়েছে ইংরেজি সিনেমা ‘দ্য লাস্ট ফ্রন্টিয়ার’। এতে অভিনয় করেছেন জেসন ক্লার্ক, ডমিনিক কুপার, হ্যালি বেনেট। কারাবন্দি বহনকারী একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর ভয়ংকর অপরাধে অভিযুক্ত বন্দিরা পালিয়ে যায়। তদন্তে নামে মার্শাল অফিসার ফ্রাঙ্ক রেমনিক। ধীরে ধীরে তাঁর ধারণা হয়, এটি নিছক দুর্ঘটনা নয়– পেছনে রয়েছে সুচিন্তিত পরিকল্পনা।
জিও হটস্টার
জিও হটস্টারে ১০ অক্টোবর মুক্তি পেয়েছে হিন্দি সিরিজ ‘সার্চ: দ্য নয়না মার্ডার কেস’। এতে অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা, সূর্য শর্মা, শিব পণ্ডিত। এক কিশোরীর নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে এগোতে থাকে কাহিনি। প্রভাবশালী রাজনীতিকের গাড়ি থেকে উদ্ধার হয় লাশ। তদন্তের দায়িত্ব পড়ে এসিপি সংযুক্তা দাসের (কঙ্কনা) ওপর। ব্যক্তিগত সংকট সামলে তদন্তে নামতেই তাঁর জীবন মোড় নেয় অন্যদিকে। সিরিজটি নির্মিত হয়েছে ডেনিশ সিরিজ ‘দ্য কিলিং’ অবলম্বনে
চরকি
ওটিটি প্ল্যাটফর্ম চরকি গত ৯ অক্টোবর মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। এতে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান, সাদ সালমি নাওভী, দীপা খন্দকার, রফিউল কাদের রুবেল।
গল্পে দেখা যায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েক তরুণ-তরুণীর জীবনযাত্রা। ইরা ফ্যাশনপ্রিয় ও জটিলতায় ভরা এক তরুণী– গল্পের কেন্দ্রীয় চরিত্র। একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারুফ সচ্ছল পরিবারের সন্তান হলেও নিজে কিছু করার ইচ্ছা থেকে পড়াশোনার পাশাপাশি ফুড কোর্টে খাবার বিক্রি করে। সেখান থেকেই শুরু হয় গল্পের টানাপোড়েন।