ঋতুর বৈচিত্র্য এক ছবিতে ধরা পড়ল


সব সময়ের ভ্রমণ সহযোগী হিসেবে প্রযুক্তি ব্র্যান্ড নিয়ে এসেছে ভি সিরিজের নতুন মডেল। তৃতীয় প্রজন্মের এআই অরা লাইটের সঙ্গে সামঞ্জস্য ইমেজ স্টুডিও হিসেবে আত্মপ্রকাশ করল মডেলটি।
জানা গেছে, মডেলে রয়েছে তৃতীয় প্রজন্মেরএআই অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি, যা চলার পথে ছবি তুলতে দেয় দ্বিগুণ উজ্জ্বলতা ও সাধারণ ফ্ল্যাশের চেয়ে ৭৩ গুণ বেশি নরম আলো।
সনি আইএমএক্স৮৮২ সেন্সরের সঙ্গে থাকছে৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও নিজস্বব্র্যান্ডের এআই মাস্টার অ্যালগরিদম।
ফলে প্রতিটি ছবিতে পরিষ্কার ও নয়েসমুক্তপরিবেশ পাওয়া যায়। রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দুই ক্যামেরায় ফোরকে ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাওয়া যাবে।
ভিভো বাংলাদেশের বিপণন পরিচালক ডেভিড লি বলেন, স্থানীয়ভাবে ভি৬০ লাইট মডেল উন্মোচন নতুন বার্তা দেবে। সময়োপযোগী ভোক্তা চাহিদা পূরণে ফিচার, নান্দনিক ডিজাইন আর মানোন্নত ক্যামেরা প্রযুক্তির সমন্বয়ে এই ফোন আমাদের প্রিমিয়াম ইনোভেশনকে সবার কাছে পৌঁছে দেবে। অপেক্ষায় আছি গ্রাহককে নিত্যনতুন অভিজ্ঞতা দিতে। সব ধরনের ছবিতে শীত, গ্রীষ্ম, শরৎ ও বসন্তের আবহ তৈরি করে কৃত্রিম বুদ্ধিমত্তার     (এআই) ফোর সিজন পোর্ট্রেট। ছবির সব মুহূর্তকে জীবন্ত করে উপস্থাপন করে এআই ইরেজ ও অ্যানহ্যান্স ফিচার।
নতুন কী থাকছে
ব্যাটারি ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ। ডিসপ্লে ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড, ১২০ হার্টজ রিফ্রেশ রেটে ফ্ল্যাগশিপ ভিজ্যুয়াল দেবে। টার্বো প্রসেসরে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ সিরিজ।

ভিভো বাংলাদেশের কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ বলেন, সময়ের চাহিদা ও লাইফস্টাইলকে কেন্দ্র করে সব সময় নতুন কিছু আনার চেষ্টা করছি। ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে এনেছি ভিভো ভি৬০ লাইট। অন্যদিকে ক্যামেরা, ডিজাইন ও পারফরম্যান্সের অভিজ্ঞতায় মডেলটি মুগ্ধ করবে।

Leave a Reply

Scroll to Top