শত যুগের অব্যবস্থাপনা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জাদুর মতো সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশীদ। আজ মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের মৈত্রী শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের শত যুগের অব্যবস্থাপনা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জাদু দিয়ে দ্রুত সমাধান করা সম্ভব নয়। দুর্নীতি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে, এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না।’
তিনি জানান, প্রতিবছর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সরকারের পক্ষ থেকে ২২ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। অথচ এর চেয়ে অনেক ছোট প্রকল্প আছে তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়েছে, সেখানে কোন ভর্তুকি দিতে হয় না। এই মৈত্রী শিল্প এতই সম্ভাবনাময় একটি প্রকল্প যে এই টার জন্য ভর্তুকি নয় উল্টো এই প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে এই ট্রাস্টে জমা দেওয়া সম্ভব। দুর্বল ব্যবস্থাপনার জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প গুলো লোকসান দিয়ে যাচ্ছে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘হয়তো কারও চোখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ। বর্তমান সরকার আল্লাহর তরফ থেকে নাযিল হয়ে আসেনি যে গত ১৬ বছর নয়, শত যুগের অব্যবস্থাপনা জাদুর মত দ্রুত সমাধান করে দিবে ‘
এ সময় তিনি বর্তমান সরকারের সময় এবং কাজের মূল্যায়ন করতে সাংবাদিকদের পরামর্শ দেন। প্রতিবন্ধীদের উৎপাদিত মুক্তা পানি প্লাস্টিকের বোতলে বোতলজাতের বিকল্প উপায় বের করার জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের গবেষণার তাগিদ দেন।
উপদেষ্টার সাথে ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফ, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট, মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান, মো. মোতাছেম মোল্যাহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজীপুর, মো. সাজ্জাদ হোসেন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা
এদিকে, আজ দুপুরে টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা কল্যাণ ট্রাস্ট থেকে চাকরীচ্যুত অসহায় প্রতিবন্ধী ও এতিমদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর জুলুম নির্যাতনের প্রতিবাদে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে মানববন্ধন করেন চাকরীচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। এ সময় চাকুরীচ্যুত ২৮ জনকে চাকরিতে পুনর্বহাল এবং শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ভেতরে অসৎ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করে বঞ্চিতদের পুনর্বহাল করার জন্য সমাজকল্যাণ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
উপদেষ্টা শারমিন মুর্শিদ মৈত্রী শিল্প পরিদর্শনকালের ছবি