[caption id="attachment_3670" align="aligncenter" width="600"]
নিয়মিতই ব্যাটিং ওপেন করতে নামছেন তানজিদ–পারভেজ সংগৃহীত ছবি : সত্যের পথে [/caption]
ইনিংস উদ্বোধন করতে নেমে তানজিদ হাসান ও পারভেজ হোসেনের ঠিক কী সমস্যা হয়েছিল?
প্রশ্নের উত্তর নেই জাকের আলীর কাছে। থাকার কথাও নয়। পাওয়ার প্লেতে, বিশেষ করে শুরুর দুই ওভারে অমন হতশ্রী ব্যাটিংটা যে ভালো লাগেনি তাঁরও। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল, ৪১ রানের অপরাজিত ইনিংস খেলা জাকের দিয়েছেন সেই স্বীকারোক্তি।
এমন উইকেটে পাওয়ার প্লে ব্যাটিং নিয়ে জাকেরের বলার আছে এটুকু, ‘যদি আরেকটু ঠিকঠাক পরিকল্পনা এবং টাইমিংয়ের দিকে মনোযোগী হতাম…।’
আর সেটা হয়নি বলেই শেষ দিকে জাকের-শামীম হোসেনের ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটির পরও বাংলাদেশের পুঁজি হয়েছে মাত্র ১৩৯ রানের। যে রান শ্রীলঙ্কা টপকে টপকে গেছে ৩২ বল আর ৬ উইকেট হাতে রেখেই।