

কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকায় মাদক পাচারের অর্থ ভাগাভাগির জন্য জড়োকালে ইয়াবা পাচারের গডফাদার ও আলোচিত শাহজাহান হত্যা মামলার পলাতক আসামি মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদকপাচার প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের তালিকাভুক্ত কারবারি বলে জানিয়েছে বিজিবি।
গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
গ্রেপ্তারকৃত মনির হোসেন ওরফে মনির প্রকাশ (৩৮) উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকার বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, মনির হোসেন উখিয়ায় আলোচিত শাহজাহান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তিনি মাদক পাচার রোধে গঠিত টাস্কফোর্সের তালিকাভুক্ত ইয়াবা পাচারের গডফাদার। তার বিরুদ্ধে হত্যা ও মাদকপাচারে জড়িত অভিযোগে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
লে. কর্নেল জসীম উদ্দিন বলেন, ‘মঙ্গলবার বিকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্ত এলাকায় সংঘবদ্ধ পাচারকারী চক্রের কতিপয় সদস্যরা মাদকের অর্থ ভাগাভাগির জন্য জড়ো হওয়ার খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে আটক করা হয়।’
পরে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চিহ্নিত মাদক কারবারি এবং হত্যা মামলার পলাতক আসামির তথ্য পায় বলে জানান তিনি।
লে. কর্নেল জসীম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।