ঈশ্বরদীতে ট্রাক-ট্রাক সংঘর্ষ, নিহত একজন।

ছবি: সংগৃহীত

পাবনা জেলার ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সবুজ মিয়া (৩৫) নামে এক ড্রাইভার নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঈশ্বরদী পৌর এলাকার অরনকোলা হারুখালির মাঠ সংলগ্ন পাবনা-লালপুর হাইওয়ে সড়কে দুই ট্রাকের মুখোমুখি এ সংঘর্ষ ঘটে।

নিহত ট্রাক ড্রাইভার সবুজ মিয়া বড়মাটিয়া দেবোনিয়া পাবনার খোকন প্রামাণিকের ছেলে বলে জানা যায়।

আহত ৩ জন হলেন বাবু মিয়া (৩০), নাজমুল হক (৩০) ও আশরাফুল (৩৫)।


স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে অরনখোলা বটতলা এলাকায় মহাসড়কে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। ফায়ার সার্ভিসে ফোন দিলে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। দুইটি ট্রাকে দুইজন ড্রাইভার ও দুইজন হেলপার ছিলেন। ট্রাক দুইটির কেবিন চ্যাপ্টা হয়ে যাওয়ায় গাড়ি থেকে কেউ বের হতে পারেননি। ফায়ার সার্ভিসের লোকেরা তাদের ৪ জনকে ওই দুইটি ট্রাক থেকে বের করেন। ৩ জনকে আহত অবস্থায় এবং সবুজ মিয়া নামে একজনকে মৃত উদ্ধার করা হয়। আহত ৩ জনকে সঙ্গে সঙ্গে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ঈশ্বরদী ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বাপ্পী বলেন, ‘সংবাদ পেয়ে আমরা অরনখোলা বটতলা হারুখালী নামক ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে উভয় ট্রাকে ১ জন মৃত ও ৩ জন আহত অবস্থায় আটকে ছিলেন। তাদের উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয় এবং আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে ঈশ্বরদী সদর হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। নিহত ব্যক্তিকে বডিব্যাগে করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত ট্রাক ডাইভার সবুজ মিয়ার (৩৫) মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Reply

Scroll to Top