[caption id="attachment_2934" align="alignleft" width="671"]
—সত্যের পথে[/caption]
আজ ৮ সেপ্টেম্বর দেশবরেণ্য কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও বসুন্ধরা শুভসংঘের স্বপ্নদ্রষ্টা ইমদাদুল হক মিলনের ৭০তম জন্মদিন। সাহিত্যাঙ্গনের জনপ্রিয় এ লেখকের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখা বিশেষ কর্মসূচির আয়োজন করে।
দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে শুভসংঘের বন্ধুরা ৭০টি বৃক্ষরোপণ করেন। জন্মের ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রতীকী সংখ্যা হিসেবে ৭০টি চারা রোপণ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শুভসংঘের সদস্যরা বলেন—গুণীজনদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ করা একদিকে আনন্দের, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ রেখে যাওয়ার কার্যকর উদ্যোগ।
বক্তারা বলেন, ইমদাদুল হক মিলন কেবল কথাসাহিত্যিক নন, তিনি সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজসেবী ও তরুণ প্রজন্মের প্রেরণার উৎস। তাঁর সাহিত্যকর্ম বিশেষ করে গ্রামীণ জীবনের কাহিনি বাংলা সাহিত্যে বিশেষ মাত্রা যোগ করেছে। জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষার পাশাপাশি তরুণ সমাজকে মানবিক কাজে উৎসাহিত করবে।
শুভসংঘের নেতৃবৃন্দ জানান, “আমরা বিশ্বাস করি, সাহিত্য মানুষকে সচেতন করে, আর বৃক্ষরোপণ প্রকৃতি রক্ষার এক মহৎ উদ্যোগ। মিলন স্যারের জন্মদিনকে সামনে রেখে এই দুই অনুপ্রেরণাকে একসূত্রে গাঁথা আমাদের জন্য গর্বের।”
বৃক্ষরোপণ শেষে লেখকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন—প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আকলিমা বেগম, সহকারী প্রধান শিক্ষক নাজমা, সহকারী শিক্ষক (কৃষি) খাইরুল আলম, সহকারী শিক্ষক (ধর্ম) হারুন অর রশিদ, সহকারী শিক্ষক (ইংরেজি) গাজী শরীফ, বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।