[caption id="attachment_8264" align="aligncenter" width="600"]
‘বাহুবলী’র একটি দৃশ্য [/caption]
মুক্তির এক দশক পরও ‘বাহুবলী’র আবেদন এখনও কমেনি। ওটিটি মাধ্যম ও ইউটিউবে আজও দাপিয়ে বেড়াচ্ছে সিনেমা দুটি। অনেকে আশায় আছেন এর তৃতীয় পর্বের। তাদের অপেক্ষার অবসান ঘটাতে ‘বাহুবলী’র দুই পর্বের পর এবার আসছে তৃতীয় পর্ব ‘বাহুবলী- দ্য এপিক’।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাহুবলী’র প্রথম পর্ব মুক্তির এক দশক পূর্তি উপলক্ষে আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে নতুন সিনেমাটি। আর এর সময়সীমা ৫ ঘণ্টা। তবে এটি নতুন কোনো পর্ব না। ‘বাহুবলী- দ্য এপিক’ মূলত এক মোড়কে প্রথম ও দ্বিতীয় কিস্তির সংকলন।
এর আগে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’ সরিয়ে নেওয়া হয়েছে নেটফ্লিক্স থেকে। তখনই সামনে এসেছিল এ ওটিটি মাধ্যম থেকে সিনেমা দুটি হারিয়ে যাওয়ার কারণ।
‘বাহুবলী: দ্য বিগিনিং’ সিনেমাটি দিয়ে দক্ষিণীদের নতুন স্বপ্ন দেখান পরিচালক রাজামৌলি। সিক্যুয়েল ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’ দিয়েও তাণ্ডব চালান বক্স অফিসে। আর সিনেমাটি প্রভাসকে রাতারাতি সুপারস্টার বানায়। এবার দেখা যায় একসঙ্গে দুই সিনেমা দর্শকরা কতটা লুফে নেন।