আফ্রিদির মন্তব্য ফখরের আউট নিয়ে: আম্পায়ারের আইপিএল দায়িত্বও টেনে আনলেন

ফখর জামান ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে ফখর জামানের আউটকে ঘিরে বিতর্ক থামছেই না। এবার এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি। তাঁর মন্তব্য ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। তিনি ফখরের আউট নিয়ে কথা বলতে গিয়ে টেনে এনেছেন আইপিএলকে।

গত পরশু ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বলে উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ফখর। তবে পাকিস্তান দলের দাবি, বল স্যামসনের গ্লাভসে যাওয়ার আগে মাটিতে লেগেছিল।


আউট হয়ে ফেরার পথে অসন্তোষ প্রকাশ করেন ফখর। ডাগআউটে ফেরার পথে মাথা নাড়াতে দেখা যায় তাঁকে। পাকিস্তান অধিনায়ক সালমান আগাও ম্যাচ শেষে বলেছেন, তিনি মনে করেন এটি আউট ছিল না। এমনকি বিতর্কিত এই আউট নিয়ে আইসিসির কাছে অভিযোগও করেছে পিসিবি। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দুনিয়া নিউজ’ জানিয়েছে, আম্পায়ারের বিরুদ্ধে তদন্তের আবেদনও জানিয়েছে পিসিবি।

বিতর্কিত সেই আউট নিয়ে আফ্রিদি মন্তব্য করেছেন পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিতে। সেখানে আফ্রিদি বলেছেন, ‘তার তো আইপিএলেও আম্পায়ারিং করতে হবে।’

তাঁর সঙ্গে সায় দেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফও। ইউসুফের দাবি, ‘অনেক অ্যাঙ্গেল দেখা হয়নি। ফখর তিনটি চার মেরেছিলেন, বুমরাকে সামলে নিয়েছিলেন। তাঁর উইকেট ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।’

ড্রেসিংরুমে ঢোকার আগে পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসনের কাছে নিজের আউট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ফখর জামান

একই সুরে কথা বলেছেন শোয়েব আখতারও। তাঁর ভাষায়, ‘ফখর আউট ছিলেন না। ২৬টা ক্যামেরা থাকা সত্ত্বেও মাত্র দুটি অ্যাঙ্গেল দেখা হলো কেন? ফখর খেললে ম্যাচ ঘুরে যেত।’

দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। ৫ উইকেটে ১৭১ রান তুলে ৭ বল হাতে রেখেই ম্যাচ শেষ করে সূর্যকুমার যাদবের দল। টস হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার তৃতীয় বলটিতে বিতর্কিতভাবে আউট হন ফখর।

Leave a Reply

Scroll to Top