

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তাকে আহত অবস্থায় রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে রাজধানীর আফতাব নগরের শেষ মাথায় তাকে একদল দুর্বৃত্ত মারধর করে।
ওসি আরও বলেন, ঘটনাস্থল এবং মুগদা হাসপাতালে দুটি টিম পাঠিয়েছি। আমরা বিস্তারিত খবর নিচ্ছি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কয়েকটি মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা হিরো আলমকে মারধর করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলমকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের নেওয়া ও হাসপাতালে শুয়ে থাকার ভিডিও ছড়িয়ে পড়েছে।
সেখানে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে তাকে অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করছেন। তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা।
ডিএমপির মুগদা থানার ওসি মো. সাজেদুর রহমান বলেন, পথচারীরা হিরো আলমকে উদ্ধার করে মুগদা হাসপাতালে ভর্তি করেছে বলে জানতে পেরেছি। তার শরীরের অবস্থা কেমন তা বিস্তারিত জানা যায়নি।