আজ শুরু শেখ হাসিনা ও আরও দুইজনের মামলার যুক্তিতর্ক, সরাসরি সম্প্রচার

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ যুক্তিতর্ক শুরু, হচ্ছে সরাসরি সম্প্রচার। ছবি: ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে নেওয়া

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হয়েছে।

রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তাঁদের মধ্যে মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। আজ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ মামলার ২৫ কার্যদিবসে মোট সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন সাক্ষী। সবমিলিয়ে মোট ২৮ কার্যদিবসে এ মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরার কার্যক্রম শেষ হয়। বিচারের শেষ ধাপ এবার যুক্তিতর্কের পালা। তারপরেই রায় ঘোষণা করা হবে।

 

Leave a Reply

Scroll to Top