আইফোন এয়ারের ব্যাটারি ব্যাকআপ কেমন? পরীক্ষায় মিলল যা ফলাফল

আইফোন এয়ার ছবি: গুগল ফাইল

অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ এখন বাজারে পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ব্যবহারকারীরা ফোনগুলোর ব্যবহার অভিজ্ঞতা বিনিময় করছেন। নতুন ১৭ প্রো মডেলের ক্যামেরা নিয়ে নানা আলোচনার পাশাপাশি বেশি আলোচিত হচ্ছে আইফোন এয়ার। এটিই এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন। তবে সরু নকশার কারণে এ মডেলে কিছু ছাড় দিতে হয়েছে। ছোট ব্যাটারি, কম ক্যামেরা এবং আগের আইফোন প্লাস মডেলের তুলনায় বেশি দাম। সব মিলিয়ে আইফোন এয়ার নিয়ে শুরু থেকেই কৌতূহল ছিল।

Leave a Reply

Scroll to Top