অস্ট্রেলিয়ায় সাবেক ইউএফসি ফাইটারের মৃত্যু গুলির আঘাতে


সাবেক ইউএফসি ফাইটার সুমন মোখতারিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে।সিডনিতে সন্ধ্যায় হাঁটার সময় অস্ট্রেলীয় এই ফাইটারকে হত্যা করা হয়। নিউ সাউথ ওয়েলস(এনএসডব্লিউ) পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরতলির রিভারস্টোনে ৩৩ বছর বয়সী এই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

কয়েক মাস আগেও আরেকবার তার প্রাণনাশের চেষ্টা করা হয়।  বন্দুক হামলাটির কিছুক্ষণ পরেই দুটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এনএসডব্লিউ পুলিশ সুপারিনটেনডেন্ট জেসন জয়েস বলেছেন, ‘এটি খুবই নির্লজ্জ এবং এটি লজ্জাজনক যে আমাদের সম্প্রদায়ে এমন ঘটছে।’ তিনি আরও বলেন, ‘আপনি ভাবতে চাইবেন যে একটি আবাসিক এলাকায় (ভোরের দিকে) মানুষ রাস্তায় ঘুরে বেড়াতে পারে এবং নিরাপদ থাকতে পারে। তবে আমরা বিশ্বাস করি যে তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এর আগে গত ফেব্রুয়ারিতে সিডনির পশ্চিমে একটি জিমের বাইরে এক বন্দুকধারী মোখতারিয়ানকে গুলি করে হত্যার চেষ্টা করলেও তিনি বেঁচে যান।

ইএসপিএন অনুসারে, তিনি ২০১৮ ও ২০১৯ সালে দুবার ইউএফসিতে লড়াই করেন। কিন্তু দুবারই হেরে যান। এরপর তিনি কোচ হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

ওয়েবসাইটটি আরও জানিয়েছে, অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় মিশ্র মার্শাল আর্টস সম্ভাবনার কিছু খেলোয়াড়কে গড়ে তুলতে তিনি সাহায্য করেছিলেন।

ঘটনাস্থলের কাছেই থাকা স্থানীয় একজন বলেন, তিনি তার স্ত্রীর সঙ্গে হাঁটছিলেন। এমন সময় তিনি গুলির শব্দ শুনতে পান। তিনি দ্য সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকাকে বলেন, ‘সেই সময় আমরা একটি বিস্ফোরণের শব্দও শুনতে পাই এবং বাতাসে প্রচুর ধোঁয়া উড়তে দেখা যায়।’ তিনি আরও বলেন, ‘তখন একটি বিশাল হট্টগোল হয়েছিল। অনেক লোক হতবাক হয়ে গিয়েছিল।’

প্রতিবেশী নাতালি জানান, ঘটনার সময় তিনি তার বাচ্চাদের সঙ্গে তার বাড়ির সামনে ছিলেন। তিনি এবিসিকে বলেন, ‘ঘটনার পর আমি তাৎক্ষণিকভাবে পুলিশকে ফোন করেছিলাম।’ তিনি জানান, মোখতারিয়ান বেঁচে আছেন কি-না, তা দেখার জন্য তিনি দৌড়ে ঘটনাস্থলে যান।

কিন্তু সেখানে গিয়ে দেখেন ‘তিনি স্পষ্টতই বেঁচে ছিলেন না।’

নাতালি বলেন, ‘আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারছিলাম যে তিনি বেঁচে নেই। অন্যথায় আমি তাকে সাহায্য করার চেষ্টা করতাম।‘

Leave a Reply

Scroll to Top