অভিষেক শর্মার পরিবর্তে বচ্চনের নাম, শোয়েবকে ঠাট্টা করলেন জুনিয়র বচ্চন।

অভিষেক বচ্চন ও শোয়েব আখতার।

ভারতীয় ইনফর্ম ওপেনার অভিষেক শর্মার সঙ্গে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে গুলিয়ে ফেললেন শোয়েব আখতার। এতে বসে থাকেননি কিংবদন্তি অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক। রসিক ভঙ্গিতে সাড়া দিয়েছেন তিনি।

চলমান এশিয়া কাপের সুপার ফোর থেকে ফাইনালে ওঠার পর পাকিস্তানের ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব বলেন, ‘যদি পাকিস্তান কোনোভাবে অভিষেক বচ্চনকে তাড়াতাড়ি আউট করে দিতে পারে, তাহলে ভারতীয় মিডল অর্ডারের কী হবে? কারণ তাদের মিডল অর্ডার খুব একটা রান করছে না।’

প্যানেলের অন্য সদস্য ও উপস্থাপক দ্রুতই ভুলটি ধরিয়ে দেন। কিন্তু লাইভ অনুষ্ঠানের এই মুখফসকে যাওয়া দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

অভিনেতা অভিষেকও হাস্যরসাত্মক প্রতিক্রিয়া জানান। এক্সে সংবাদটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘স্যার, সম্মান রেখেই বলছি… ওটাও পারবেন না তারা! আর আমি তো ক্রিকেট খেলতেই পারি না।’

এদিকে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। এশিয়া কাপে এখন পর্যন্ত ছয় ইনিংসে ৩০৯ রান করে শীর্ষে আছেন তিনি। তার গড় ৫১.৫০ এবং স্ট্রাইক রেট ২০৪.৬৩।

Leave a Reply

Scroll to Top