অভিযানে কোম্পানীগঞ্জে ধরা পড়ল ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল

জব্দকৃত অবৈধ কারেন্ট জাল। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ও গুচ্ছগ্রামে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার ২টি নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। অভিযান চলাকালে দুলাল উদ্দিন নামে এক জেলেকেও আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বামনীয়া নদীর চরফকিরা ও চরএলাহী অংশে পরিচালিত অভিযানে এই বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার নৌকাগুলো জব্দ করা হয়। এরপর জব্দ হওয়া জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা গেছে, দণ্ডিত দুলাল উদ্দিন চরফকিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবু নাসেরের ছেলে। তাকে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।

এদিন এ অভিযানে নের্তৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। এসময় জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. জিয়া উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকারসহ কোস্টগার্ড ও সেনাবাহিনীর যৌথবাহিনী উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, ‘নৌকা দুইটিতে মাছ আহরণ করে অন্যান্য মাঝিরা সেসব মাছ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কিন্তু দুলাল মাঝি কারেন্ট জাল আর নৌকার মায়ায় নৌকায় থেকে যান। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি মাছ ধরার কথা স্বীকার করেন। তাই তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।’

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার রোধে আমাদের অভিযান চলছে এবং এটি অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Scroll to Top