অঁরির পাশে এমবাপ্পে, ফ্রান্সের জয়; ইতালি-গ্রীসের বড় জয়

ইউক্রেনের বিপক্ষে গোল করে অঁরিকে ছুঁয়েছেন এমবাপ্পে। সংগৃহীত ছবি: সত্যের পথে

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সহজ জয়ে শুরু করেছে টানা দু’বার ফাইনাল খেলা ফ্রান্স। দলের ২-০ গোলের জয়ে জালে বল পাঠিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ জয়ী ফ্রান্স কিংবদন্তি থিয়েরি অঁরিকে ছুঁয়েছেন তিনি।

দিনের অপর ম্যাচে টানা দু’বার বিশ্বকাপ মিস করা ইতালি ৫-০ গোলে এস্তোনিয়াকে হারিয়েছে। সুইজারল্যান্ড ৪-০ গোলে হারিয়েছে কসোভোকে। বেলারুশের বিপক্ষে গ্রীস ৫-১ গোলের জয় পেয়েছে। ৫-০ গোলে আজারবাইজানকে হারিয়েছে আইসল্যান্ড।

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের ঘরের মাঠ পোল্যান্ডের স্তাডিও মায়েস্কিতে ম্যাচের ১০ মিনিটে বায়ার্নের অ্যাটাকিং মিডফিল্ডার মাইকেল ওলিস ফ্রান্সকে প্রথম লিড এনে দেন। ৮২ মিনিটে চুয়ামেনির পাস করে গোল করেন এমবাপ্পে। অঁরির সমান ৫১ আন্তর্জাতিক গোলে পেয়ে যান তিনি। ফ্রান্সের হয়ে সর্বাধিক গোল করা অলিভার জিরুর চেয়ে এক গোল পিছিয়ে এমবাপ্পে।

জোড়া গোল করা আর্জেন্টাইন বংশোদ্ভূত ইতালি স্ট্রাইকারের উদযাপন। সংগৃহীত ছবি: সত্যের পথে

ঘরের মাঠে ইতালির বড় জয়ে মাতেও রেতেগুই জোড়া গোল করেছেন। প্রথমার্ধে গোল করতে পারেনি আজ্জুরিরা। গাত্তুসোর দল দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ময়েস কিনের গোলে প্রথম লিড নেয়। আর্জেন্টাইন বংশোদ্ভূত ২৬ বছর বয়সী স্ট্রাইকার রেতেগুই ৬৯ ও ৮৯ মিনিটে গোল করেন। এছাড়া ৭১ মিনিটে রাসপাদোরি ও যোগ করা সময়ে অ্যালেক্সসান্দ্রো বাস্তোনি জালে বল পাঠান।

ঘরের মাঠে সুইজারল্যান্ডের বড় জয়ে প্রথম গোল করেন ম্যানসিটি ছেড়ে ইন্টার মিলানে যোগ দেওয়া ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি। স্ট্রাইকার এমবোলো জোড়া গোল করেছেন। অপর গোলটি করেন উইডমার। চার গোলই সুইসরা প্রথমার্ধে করেছে। বড় দলগুলোর মধ্যে ক্রামারিকের গোলে অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে ফারোয় আইল্যান্ডের বিপক্ষে জিতেছে ক্রোয়েশিয়া।

Scroll to Top