

রিয়েলিটি শো ‘বিগ বস’ সিজন ৯ এর দ্বিতীয় রানার্সআপ মান্দানা করিমি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার সামাজিকমাধ্যমে অভিনেত্রী নিজেই তার অসুস্ততার কথা জানিয়েছেন।
পোস্টে মন্দনা জানান, মানসিক চাপ এবং শরীরে পানিশূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তিনি লিখেছেন, আমি গত কয়েক মাস ধরে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম নির্দিষ্ট সময় বিমান ধরার ব্যস্ততা, ইভেন্ট, রাতের পর রাত জাগা, ডেডলাইনের পেছনে দৌড় এবং স্বপ্নের পেছনে ছুটে বেড়াচ্ছিলাম। তখন শরীরে শক্তি ছিল। কিন্তু গত শুক্রবার আমার শরীর আর সহ্য করতে পারল না। আমার মনে হচ্ছিল, সেই দিনটি জীবনের শেষ দিন হতে পারে।
হাসপাতাল থেকে কিছু ছবি শেয়ার করে মন্দনা আরও লিখেছেন, কয়েকদিন পরীক্ষা-নিরীক্ষার পর পাওয়া গেছে, আমার হার্ট শক্তিশালী। শরীর এখন পুরোপুরি ঠিক আছে। তবে আমি নিজের প্রতি যথাযথ যত্ন নিইনি। শুধু অ্যাড্রেনালিনের ওপর ভর করে চলেছি। আগে থেকেই অসুস্থতার ইঙ্গিত ছিল, কিন্তু তখন গুরুত্ব দিইনি।
তিনি আরও বলেন, এই অভিজ্ঞতা আমাকে মনে করিয়ে দিচ্ছে যে, শক্তি থাকার মানে শুধু এগিয়ে চলা নয়, বরং কখন থামতে হবে তা বোঝাও জরুরি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নিজের শরীরের প্রতি যত্নশীল হব।
মন্দনার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
ইরানি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও মডেল মন্দনা করিমি তার ক্যারিয়ার শুরু করেছিলেন বিমানবালা হিসেবে, পরে মডেলিং এ মন দিয়েছেন। তিনি ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ সিজন ৯ এর দ্বিতীয় রানার্সআপ ছিলেন। এছাড়া, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড চলচ্চিত্র ‘রয়’-এ অতিথি শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন।