সীমান্তে ট্যাংক ও হিংস্র অস্ত্রের মোতায়েন, আফগানিস্তানের প্রস্তুতি

ভারী অস্ত্র নিয়ে টহল দিচ্ছেন তালেবান সেনারা। রোববার পাকিস্তান সীমান্তবর্তী শোরাবাক জেলায়। ছবি: এএফপি

পাকিস্তানের সঙ্গে গতকাল শনিবার সংঘর্ষের পর আজ রোববার সীমান্তে ভারী অস্ত্র ও ট্যাংক মোতায়েন করেছে আফগানিস্তান। তালেবান সরকারের মুখপাত্র দাবি করেছেন, তাদের আক্রমণের মুখে পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়েছেন।

আফগানিস্তানের গণমাধ্যম টেলো নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী অস্ত্র ও ট্যাংক মোতায়েন করছে। আগের রাতের গোলাগুলি শেষ হলেও রোববার থেমে থেমে গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন পাকিস্তানের কুরম এলাকার বাসিন্দারা।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রোববার বলেছেন, সংঘর্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহতের পাশাপাশি ৩০ জন আহত হয়েছেন। আর আফগানিস্তানের ৯ সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৬ জন।  

সকালে ১৫ জন পাকিস্তানি সেনা নিহতের খবর দিয়েছিল আফগান গণমাধ্যমগুলো।

সংঘর্ষের জেরে পাকিস্তান সীমান্ত পথগুলো বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি নিউজ জানিয়েছে, সেনাবাহিনী আফগানিস্তানের অন্তত ১৯টি সীমান্ত চৌকি দখলে নিয়েছে। আর তালেবানের বরাত দিয়ে আফগান গণমাধ্যম আমু নিউজ জানিয়েছে, ধ্বংস করা হয়েছে পাকিস্তানের ১১টি সীমান্ত চৌকি।

শনিবার রাতে পাকিস্তানি সেনা ও তালেবানের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। তালেবানের দাবি, গত বৃহস্পতিবার কাবুলে পাকিস্তান বিমান হামলা চালায়। এর জবাবে সীমান্তে গুলি ছোঁড়া হয়। আর পাকিস্তানের দাবি, তালেবান বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে। ফলে সেনারাও পাল্টা জবাব দিতে বাধ্য হয়।

Leave a Reply

Scroll to Top