সিন্ডিকেটের বৈঠক শেষে সিদ্ধান্ত—পোষ্য কোটা স্থগিতই থাকবে

সিন্ডিকেটের জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। আজ বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে ছবি: সত্যের পথে

পোষ্য কোটা স্থগিতে উপাচার্যের নেওয়া সিদ্ধান্তই বহাল রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। আজ রোববার সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সভায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পোষ্য কোটা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেটের এই জরুরি সভা হয়। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপাচার্যের বাসভবনে এ সভা শুরু হয়।

বিকেল পাঁচটার দিকে সিন্ডিকেটের সভা শেষে সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।

অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ জানান, দুটি কমিটির মধ্যে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং আরেকটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি। সভায় সহ-উপাচার্যসহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার নিন্দা জানানো হয়। আর রাকসু নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বলে সভায় জানানো হয়েছে।

বিস্তারিত আসছে…

Scroll to Top