

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘আমরা অন্ধকারে নয়, সবার চোখের সামনে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই।’
সিইসি বলেন, ‘আমাদের নিয়তে কোনো ত্রুটি নেই। আমরা একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচন আয়োজন করতে চাই। সাংবাদিক, ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী—সবাই মিলে এ লক্ষ্য অর্জন সম্ভব।’
আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশন বিশেষ পরিকল্পনা নিয়েছে জানিয়ে সিইসি বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে, এটি একদিনের কাজ নয়—এটা একটি চলমান প্রক্রিয়া।’
নাসির উদ্দিন বলেন, ‘আমাদের লক্ষ্য-নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেক ভোটার যেন নিরাপদ পরিবেশে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে।’
অবৈধ অস্ত্রের বিষয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলো শনাক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে যাতে এসব অস্ত্র নির্বাচনে ব্যবহার না হয়।’
এ সময় তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য একটাই—একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা।’
নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে সিইসি বলেন, ‘সাংবাদিকরা আমাদের চোখ ও দেশের মানুষের চোখ। তাদের সংবাদ সংগ্রহে কোনো বাধা সৃষ্টি করা হবে না। আমরা চাই তারা স্বচ্ছভাবে রিপোর্ট করুন। তবে প্রতিটি কেন্দ্রে জায়গার সীমাবদ্ধতা থাকায় বাস্তব পরিস্থিতি বিবেচনা করতে হবে।’
সাংবাদিকদের জন্য নির্ধারিত অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে, এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা তা অনুযায়ী সহযোগিতা করবেন জানিয়ে সিইসি বলেন, ‘আপনাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।’
মিথ্যা বা যাচাইবিহীন তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ও বিভ্রান্তি রোধে আমরা একটি বিশেষ সেল গঠন করেছি। দেশি-বিদেশি বিশেষজ্ঞরাও এতে যুক্ত রয়েছেন।’
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘আমরা বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য ভোটের সুযোগ তৈরি করতে চাই। এটা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি নতুন অধ্যায় হবে।’