সারজিস আলমের দাবি, আওয়ামী লীগ আর নির্বাচনে থাকতে পারবে না।


আওয়ামী লীগ বাংলাদেশের আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। আজ বুধবার বিকেলে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জৎজজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন,‘চব্বিশের গণঅভুত্থানে হাজারো মানুষকে যারা খুন করেছে, সেই ফ্যাসিষ্ট আওয়ামী লীগ বাংলাদেশের আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগের অংশগ্রহণে আগামীতে বাংলাদেশে কোন নির্বাচন হবে না, আমরা ওই প্রক্রিয়ার দিকে যাচ্ছি। এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, বিচারিক প্রক্রিয়ায় তাদের দল হিসেবে বিচার হবে এবং নিষিদ্ধ হতে হবে।’

এনসিপির মূখ্য সংগঠক আরও বলেন,‘ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আগামীতে কেউ রাজনীতি করতে পারবে না। ভারতের আর্শীবাদপুষ্ট হয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না বা কেউ রাজনীতি করতে পারবে না। পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত ফ্যাসিস্ট একসঙ্গে রাজনীতি করতে পারে না, হয় বিপ্লবীরা থাকবে নয়তো ফ্যাসিস্ট। ৫ আগস্টই জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে।’

তিনি বলেন, ‘নিউইয়র্ক প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়াটা অন্তর্বর্তী সরকারেরই দুর্বলতা। যেই দুর্বলতার চিত্র সারাদেশেই দেখা যাচ্ছে।’

এনসসিপির সুনামগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশান হক ও প্রীতম দাস। সভায় জেলা ও বিভিন্ন উপজেলার এনসিপিরি নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Scroll to Top