
বাংলাদেশের দর্শকের ডিজিটাল বিনোদন ও ক্রীড়া চাহিদা পূরণে টেলিযোগাযোগ সেবাদাতা গ্রামীণফোন ও প্রিমিয়াম ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড কৌশলগত উদ্যোগ নিয়েছে।
ফলে এখন থেকে ট্যাপম্যাডের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবা নিতে পারবেন অপারেটর গ্রাহক। সারাবিশ্বে জনপ্রিয় ক্রীড়া আসরের সরাসরি সম্প্রচারের সঙ্গে অন-ডিমান্ড ভিডিও কনটেন্ট, নাটক, সিনেমার সংগ্রহ উপভোগ্য হবে। অপারেটরের গ্রাহক এখন থেকে মাইজিপি অ্যাপ, ট্যাপম্যাড অ্যাপ ও সাইটের মাধ্যমে ক্রেডিট কার্ড বা আলাদা পেমেন্ট গেটওয়ে ছাড়াই শুধু মোবাইল ব্যালান্স ব্যবহার করে প্ল্যাটফর্মটি সাবস্ক্রাইব করা যাবে। দুটি প্যাকেজের মধ্যে সাপ্তাহিক প্যাকেজে ৫৫ টাকা এবং মাসিক প্যাকেজে ১১০ টাকা প্রযোজ্য হবে। জিপির ডিজিটাল প্ল্যাটফর্ম, পেমেন্ট ও পার্টনারশিপ বিভাগের প্রধান জাহিদুজ জামান বলেন, ভবিষ্যৎ উপযোগী ডিজিটাল অভিজ্ঞতা সমৃদ্ধ করতে
কাজ করছি। উদ্যোগের মাধ্যমে গ্রাহকের কাছে বিশ্বমানের ক্রীড়া ও বিনোদন অভিজ্ঞতা পৌঁছে দিয়েছি। শুধু মোবাইল ব্যালান্সের মাধ্যমেই নির্বিঘ্নে পরিষেবাটি নেওয়া যাবে। পরিবর্তিত ডিজিটাল জীবনধারার মানোন্নয়নে এটি আরেকটি পদক্ষেপ।
ট্যাপম্যাডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির পাশা জানালেন, জিপির দর্শক ট্যাপম্যাডের প্রিমিয়াম স্পোর্টস ও বিনোদন কনটেন্ট সহজে উপভোগ করতে পারবেন। আগামীতে পরিষেবা বাড়াতে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছি। উদ্যোক্তারা জানায়, স্থানীয়
দর্শকদের জন্য সংযোগ ও
প্রিমিয়াম ডিজিটাল কনটেন্টের সমন্বয়ে পরিবর্তিত চাহিদা পূরণে অংশীজন সংকল্পবদ্ধ হয়ে কাজ করবে। ঝামেলাহীন সাবস্ক্রিপশন প্রক্রিয়াকে এখন থেকে যতটা সম্ভব নির্বিঘ্ন করতে দুটি প্রতিষ্ঠান কাজ করবে।