লতা মঙ্গেশকরের সম্মানে এশিয়ার বৃহৎ হাসপাতাল

লতা মঙ্গেশকরের নামে এশিয়ার বড় হাসপাতাল

ভারতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে এক অনন্য উদ্যোগ নিয়েছে লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশন (এলএমএমএফ)। পুনের নান্দোশিতে তার নামে এক হাজার শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, প্রকল্পটির নামকরণ করা হয়েছে ‘লতা মঙ্গেশকর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এলএমআইএমএস)’, যা এশিয়ার অন্যতম বৃহৎ হাসপাতাল হিসেবে গড়ে উঠতে চলেছে। বর্তমানে প্রস্তাবটি ভারত সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এ বিষয়ে লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশনের ট্রাস্টি ডা. ধনঞ্জয় কেলকর বলেন, ‘আমরা অনুমতির অপেক্ষায় আছি এবং আশা করছি ডিসেম্বর থেকেই নির্মাণ কাজ শুরু করতে পারব। আমাদের লক্ষ্য এলএমআইএমএস-কে এশিয়ার শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর মধ্যে স্থান দেওয়া।’

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর পুনেতে কিংবদন্তি গায়িকার ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘মি লতা দীনানাথ’ নামক এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে হাসপাতালটি নির্মাণের ঘোষণা এসেছে। অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের ভাই, বিশিষ্ট সুরকার হৃদয়নাথ মঙ্গেশকর আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির ঘোষণা করেন। তিনি বলেন, ‘লতা দিদি আমাদের বাবার উত্তরাধিকার বহন করে দীনানাথ মঙ্গেশকর হাসপাতালকে লালন করেছেন। এখন তার স্মৃতিকে চিরস্থায়ী করতে আমরা পরবর্তী পদক্ষেপ নিচ্ছি, একটি বিশ্বমানের চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে।’

হাসপাতালটি নির্মিত হবে ৪০ একর জায়গাজুড়ে। যেখানে থাকবে পুনর্বাসন হাসপাতাল, মনোরোগ চিকিৎসাকেন্দ্র, সুপার-স্পেশালিটি মেডিকেল ইউনিট, একটি জাদুঘরসহ আরও নানা চিকিৎসা সুবিধা।

Leave a Reply

Scroll to Top